Amardesh
আজঃ    আপডেট সময়ঃ

মানিকগঞ্জে সিআইডি কার্যালয় উদ্বোধন

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
চাঞ্চল্যকর মামলা গুলো দ্রæত নিস্পতির লক্ষ্যে মানিকগঞ্জে উদ্বোধন করা হয়েছে সিআইডি অফিসের নতুন ভবন। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে তৃতীয় তলায় কার্যালয়টি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ সিআইডির এডিশনাল ইন্সপেক্টর জেনারেল শেখ হিমায়েত হোসেন। গতকাল সোমবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মাহফুজুর রহমান, সিআইডি এএসপি আব্দুল কাদির এসময় উপস্থিত ছিলেন । সিআইডির এই ক্যাম্পে একজন এএসপি, ৩ জন ইন্সপেক্টর,৩ জন সাব ইন্সপেক্টর,৩ জন এএসআই ও ৪ জন কনেষ্টবল কর্মরত রয়েছেন। জেলার চাঞ্চল্যকর খুন, ডাকাতি,অপহরন, জালজালিয়াতির ৩৬ টি মামলা রয়েছে উদ্বোধন হওয়া সিআইডির এই ক্যাম্পে ।