Amardesh
আজঃ    আপডেট সময়ঃ

সৌদি বাদশা আগেভাগেই ছেড়ে গেলেন ফরাসি সৈকত

ডেস্ক রিপোর্ট
প্যারিস: বিতর্কের মধ্যেই ফ্রান্সের রিভিরা সমুদ্র সৈকতে অবকাশযাপন সংক্ষিপ্ত করলেন সৌদি বাদশা সালমান।
তিন সপ্তাহ এখানে অবকাশযাপনের কথা থাকলেও আট দিন পর তিনি সমুদ্র সৈকত ছেড়ে মরক্কো চলে গেছেন।
সালমানের নিরাপত্তার জন্য সমুদ্র সৈকতটি জনসাধারণের জন্য বন্ধ করে দেয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। ১ লাখ লোক এর বিরুদ্ধে আবেদনে স্বাক্ষর করেন।