Amardesh
আজঃ    আপডেট সময়ঃ

সাঁথিয়ায় দুই যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

জালাল উদ্দিন, সাঁথিয়া
গতকাল সোমবার দুপরে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি নামকস্থানে দুটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, পাবনা থেকে যাত্রী নিয়ে যাত্রীবাহি বাস ওমর পরিবহন (পাবনা-জ-১১-০০৯৭) সিরাজগঞ্জ যাচ্ছিল। বাসটি সাঁথিয়া উপজেলার গাঙ্গহাটি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনাগামী মডার্ণ এক্সপ্রেস (ঢাকা মেট্টো-চ-৪২৩৩) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় বাসের কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন বলে মাধপুর হাইওয়ো ফাঁড়ির সার্জেন্ট মুক্তার হোসেন জানান। আহতদের পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর এ আলম সিদ্দিকি দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন।