Amardesh
আজঃ    আপডেট সময়ঃ

লালমোহনে মোটরসাইল চাপায় শিশু নিহত

লালমোহন প্রতিনিধি
লালমোহনে মোটরসাইকেলে চাপায় ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম সিয়াম। সোমবার সকাল ৮টায় ভোলা-চরফ্যাশন সড়কের পূর্ব আসলী বেদকারী রাস্তার দক্ষিণ পাশে রাস্তা পাড় হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম সেখানকার রাস্তার পাশের ফারুক দফাদার বাড়ির রিপনের ছেলে।