Amardesh
আজঃ    আপডেট সময়ঃ

জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত : কাঁঠালিয়ায় হুমকীর মুখে বিষখালী নদী

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
সাগরের নিম্নচাপ, ঘূর্নিঝড় কোমেন ও আমাবর্ষার জোয়ারের প্রভাবে ঝালকাঠির কাঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়নের সোনারবাংলার রঘুয়ার চরের বেরীবাঁধ রাস্তা, আমুয়া বিষখালী নদীর পার্শ্ববর্তী শতশত পরিবার ও ফেরীর গ্যাংওয়ে ডুবে গিয়ে মারত্বক জন দূর্ভোগ সৃষ্টি এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষখালী, হলতা ও সুগন্ধা নদীর পানি গত ২ দিন যাবৎ স্বাবাবিকের চেয়ে ৩/৪ ফুট বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। রঘুয়ারচরের বেরীবাধ ভাংঙ্গনের কারনে ৫০টি পরিবার ঘরের মালামাল নিয়ে পার্শ্ববর্তী সাইক্লোন সেল্টারে আশ্রায় নিয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন রিতিমত তাদের খোজ খবর নিচ্ছেন ও খাবার দাবার দিচ্ছেন। পানির স্রোতে রঘুয়ারচর নামক স্থানের বিষখালী নদীর বেরীবাঁধ , আমুয়া ফেরীর গ্যাংওয়ে, চিংড়াখালী খালের বাঁধ, আমুয়া বাজার, আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজ, আমুয়া বন্দর আমির মোল­া মাধ্যমিক বিদ্যালয় ও বিভিন্ন স্কুল,কলেজ ও মাদ্রসার মধ্যে পানি ঢুকে পরেছে। ফলে উপজেলার বিভিন্ন গ্রামের কাঁচা-পাকা সংযোগ রাস্তা ভেঙ্গে গেছে। কৃষকের নানা ধরনের ফসল, মাছ, বাড়ির অঙ্গিনা ও রান্না ঘরের চুলায় পানিঢুকে বন্ধ হয়ে গেছে রান্না বান্নার কাজ।