Amardesh
আজঃ    আপডেট সময়ঃ

ঢাকা টেস্টের ম্যাচসেরা মুশফিক, সিরিজসেরা স্টেইন

ডেস্ক রিপোর্ট
বৃষ্টির কারণে নিষ্প্রাণ ড্র হওয়া ঢাকা টেস্টের ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। আর সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। ঢাকা টেস্ট মুশফিককে টানা ব্যর্থতার খোলস ছেড়ে বের হতে সহায়তা করেছে। কারণ ১১ ইনিংস পর এই টেস্টে পঞ্চাশোর্ধ রানের একটি ইনিংস খেলেন এই ডানহাতি। প্রথম ইনিংসে দলকে ৬৫ রানের ইনিংস উপহার দেন বাংলাদেশ অধিনায়ক। অপরদিকে ঢাকা টেস্টেই ক্যারিয়ারে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন ডেল স্টেইন। শন পোলকের পর দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে অনন্য কীর্তি গড়েন এই পেসার। এই টেস্টের প্রথম ইনিংসে ৩০ রানে ৩ উইকেট নেন স্টেইন। চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন তিনি।