Amardesh
আজঃ
 
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া দুই বিচারপতির শপথ গ্রহণ বুধবার

ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ
পরের সংবাদ»
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া দুই বিচারপতি আগামীকাল বুধবার ৫ আগস্ট শপথ গ্রহণ করবেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে কাল সকাল ১০টা ৩০ মিনিটে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। স্থায়ী হিসেবে নিয়োগ পাওয়া দুই বিচারপতি হলেন- বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।
সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। হাইকোর্টের অতিরিক্ত এ দুই বিচারপতিকে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। গতকাল ৩ আগস্ট সোমবার এ নিয়োগ দেয়া হয়। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে বলে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানায়। এ বিষয়ে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার একটি প্রজ্ঞাপনও জারি করা হয়।