ভারতে একটি ভবন ধসে ৯জন নিহত
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ | ![]() |
পরের সংবাদ» |

ভারতে একটি ভবন ধসে পড়ায় নিহত হয়েছে নয়জন। আহত হয়েছে সাতজন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে শহরের বি ক্যাবিন এলাকায় মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তিন তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় নয়জন।
থানে পৌরসভা করপোরেশনের মুখপাত্র সন্দ্বীপ মালবি জানিয়েছেন, ‘ধারণা করা হচ্ছে, এখনো ১৫ জনের মতো লোক ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।’
সন্দ্বীপ মালভি জানিয়েছেন, ধসে পড়া ভবনটি বসবাসের অনুপযোগী ঘোষণা করার পরও লোকজন সেখান থেকে সরে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি দল।
অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা দ্বিগুণ হতে পারে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।
ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে শহরের বি ক্যাবিন এলাকায় মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে তিন তলাবিশিষ্ট ভবনটি ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপে চাপা পড়ে নিহত হয় নয়জন।
থানে পৌরসভা করপোরেশনের মুখপাত্র সন্দ্বীপ মালবি জানিয়েছেন, ‘ধারণা করা হচ্ছে, এখনো ১৫ জনের মতো লোক ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান চলছে।’
সন্দ্বীপ মালভি জানিয়েছেন, ধসে পড়া ভবনটি বসবাসের অনুপযোগী ঘোষণা করার পরও লোকজন সেখান থেকে সরে না যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে।
এদিকে দুর্ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা ব্যাপক উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি দল।
অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে, নিহতের সংখ্যা দ্বিগুণ হতে পারে।
তথ্যসূত্র : টাইমস অব ইন্ডিয়া অনলাইন।