ঢাকা মেডিকেলের পাশে লাগেজের ভেতর থেকে শিশুর লাশ উদ্ধার
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ | ![]() |
পরের সংবাদ» |

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের নার্সিং কলেজের পাশে ফেলে রাখা লাগেজের ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে শাহবাগ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা একটি কালো লাগেজের ভেতর থেকে আট-নয় বছর বয়সী একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের শরীরে আয়রনের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন দেখে পুলিশ অনুমান করছে, শিশুটি কোনো বাসায় কাজ করত। মারধর করায় মৃত্যু হলে লাশ গুম করার উদ্দেশ্যে লাগেজে ভরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পড়ে থাকা একটি কালো লাগেজের ভেতর থেকে আট-নয় বছর বয়সী একটি ছেলে শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
লাশের শরীরে আয়রনের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন দেখে পুলিশ অনুমান করছে, শিশুটি কোনো বাসায় কাজ করত। মারধর করায় মৃত্যু হলে লাশ গুম করার উদ্দেশ্যে লাগেজে ভরে ফেলে দিয়ে যাওয়া হয়েছে।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।