Amardesh
আজঃ
 
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

খিলগাঁওয়ে মায়ের সাথে অভিমানে যুবকের আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট
পরের সংবাদ»
ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় মায়ের সাথে অভিমানে বিষপানে এক যুবক আত্মহত্যা করেছেন। তার নাম সজিব (১৮)। বাবার নাম হুমায়ূন কবির। গোপালগঞ্জে মোকসেদপুর হাটিকামারী গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে। রাজধানীর ১৩০২ নম্বর দ্বিতীয় মসজিদ লেন নন্দীপাড়ায় তার মামার বাড়িতে থাকতেন।
সজিবের মামা জাহাঙ্গীর আলম শীর্ষ নিউজকে জানান, গত কয়েক মাস ধরে তার বাসায় সজিব থাকেন। একটি মোবাইল সেট নিয়ে তার মা সাহিদা তাকে বকা দেয়। এনিয়ে অভিযান করে সোমবার দুপুরে কিটনাশক পান করে। এরপর তাকে উদ্ধারের পর স্থানীয় মুগদা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে খিলগাঁও থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।