Amardesh
আজঃ
 
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

ক্যারি অন পদ্ধতি বাতিলের প্রতিবাদে পাবনা মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ক্লাস বর্জন

পাবনা প্রতিনিধি
« আগের সংবাদ
পরের সংবাদ»
ক্যারি অন পদ্ধতি বাতিলের প্রতিবাদে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকাললের জন্য সকল প্রকার ক্লাস এবং ওয়ার্ড বর্জনের ঘোষনা দিয়েছে পাবনা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। গতকাল দুপুরে শিক্ষার্থীরা পাবনার সিভিল সার্জন বরাবর স্মারকলিপি জমা দেয়ার পর সংক্ষিপ্ত সমাবেশে এই ঘোষনা দেয়। এ সময় বক্তব্য রাখেন গুল মোঃ সাব্বীর, জাহিদ হাসান শুভ, আশিকুর রহমান,শাহেদুল আলম ভুঁইয়াসহ অনেকে।
ইতোমধ্যে ময়মনসিংহ, কক্সবাজার মেডিকেল কলেজসহ কয়েকটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন শুরু করেছে। শিক্ষার্থীরা জানান,বিএমডিসি প্র্রনীত প্রনীত নতুন কারিকুলামে প্রথম পেশাগত পরীক্ষায় ক্যারি অন পদ্ধতি বাতিলের বাতিলের প্রতিবাদে গত ১ আগস্ট, শনিবার তারা পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। উক্ত মানববন্ধনে তারা ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়। ২৪ ঘন্টার পর কোনো আশ্বাস না পেয়ে শিক্ষার্থীরা অনির্দিষ্টকাললের জন্য সকল প্রকার ক্লাস এবং ওয়ার্ড বর্জনের কর্মসূচী ঘোষনা করলো।