Amardesh
আজঃ
 
 সাপ্তাহিকী
 
আবহাওয়া
 
 
আর্কাইভ: --
 

নরসিংদীতে সিএনজি অটোরিক্সা মালিক চালকদের ধর্মঘট : নরসিংদী-রায়পুরা সড়কে যানচলাচল বন্ধ

নরসিংদী প্রতিনিধি
« আগের সংবাদ
পরের সংবাদ»
মহাসড়কে সিএনজি ও অটোরিক্সা চলাচলে সরকারী নিষেধাজ্ঞার প্রতিবাদে নরসিংদী জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যলয় ঘেরাও সহ এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে জেলার কয়েক হাজার সিএনজি ও অটো চালক। সোমবার সকালে নরসিংদী শহরের শত শত সিএনজি, অটোরিক্সার মালিক ও চালকরা এ বিক্ষোব মিছিল ও অবরোধ করে। পরে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধান করার আশ্বাস দিলে মালিক ও চালাকরা তাদের কর্মসূচী প্রত্যাহার করে নেয়। এদিকে রবিবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত নরসিংদী-রায়পুরা, নরসিংদী-হাসনাবাদ, নরসিংদী-হাইরমারা, নরসিংদী-নিলক্ষা ও নরসিংদী- রাধাগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে রাখে চালকরা।