কেশবপুরে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু
কেশবপুর (যশোর) প্রতিনিধি
« আগের সংবাদ | ![]() |
পরের সংবাদ» |

যশোরের কেশবপুরে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে গোলাম মোস্তফা (৫৫) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলার রাজনগরবাঁকাবর্শি দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা নিজ ঘেরের ভিতর নেওয়া পলী বিদ্যুতের লাইন চেক করতে গিয়ে বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। তিনি রাজনগর বাঁকাবর্শি গ্রামের মৃত আফতাব মোড়লের ছেলে।