আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি দোকান পুড়ে ছাই
ডেস্ক রিপোর্ট
« আগের সংবাদ | ![]() |
পরের সংবাদ» |

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে আশুগঞ্জ রেলগেট এলাকার হাইওয়ে রাস্তার পাশের মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকনদাররা জানান, সকালে রেলগেট এলাকার একটি মিষ্টির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশের সবকটি দোকানে ছড়িয়ে যায়। এতে আশপাশের প্রায় ২০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জসহ ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকনদাররা জানান, সকালে রেলগেট এলাকার একটি মিষ্টির দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশের সবকটি দোকানে ছড়িয়ে যায়। এতে আশপাশের প্রায় ২০টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে আশুগঞ্জসহ ভৈরব ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।